
রাশেদ রেজা তরুণ :
বেসরকারী সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার সাতক্ষীরা সদর থানার ঝাউডাঙ্গায় বুধবার সকাল ১১ টায় গরীব ও মেধাবী এইচ এস সি পরীক্ষার্থীদের বোর্ড ফি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গা অফিসের ম্যানেজার ইলাবন্তা রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জোনাল ম্যানেজার মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন এ্যারিয়া ম্যানেজার আঃ শহিদ। আলোচনা সভা শেষে ১৭ জন গরীব ও মেধাবী ছত্র-ছাত্রীদের প্রত্যেককে ২৪১২৫ টাকা করে প্রদান করেন।
সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখার কথা বলেন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে। কারোর যেন টাকার অভাবে পড়ালেখা বন্ধ না হয় সে বিষয়ে অভিভাবকগণের সচেতন হতে বলেন আলোচনার সভার বক্তারা। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ, অভিভাবক, ছাত্র-ছাত্রী সহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।