
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে একটি মন্দিরের বাইরে পদপিষ্ট হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন।
স্থানীয় এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সোমবার ভোরে ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলার বিখ্যাত বৈদ্যনাথ ধাম মন্দিরে প্রবেশের জন্য বাইরে লোকজন অপেক্ষা করছিলেন। পরে মন্দিরটি খুলে দেওয়া হলে তীর্থযাত্রীরা হুড়োহুড়ি করে প্রবেশ করতে গেলে পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই ১১ জন প্রাণ হারান। আহত হন অর্ধশতাধিক।
স্থানীয় এক সরকারি কর্মকর্তা বলেন, ‘লোকজন সারারাত মন্দিরের প্রায় তিন কিলোমিটার দূরে বেলবাগান এলাকায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন। ভোরের দিকে তারা বিশৃঙ্খল হয়ে পড়েন। প্রায় পাঁচ হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। সারারাত লাইনে দাঁড়িয়ে থাকার পর ভোরের দিকে তারা খুবই ক্লান্ত ছিলেন এবং সবাই দ্রুত মন্দিরে প্রবেশ করে প্রার্থনা সেরে নিতে চেয়েছিলেন। আর সবাই একসঙ্গে হুড়মুড় করে মন্দিরে ঢোকার সময় পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়।’
তবে পুলিশ ১০ জন নিহতের কথা নিশ্চিত করেছে। স্থানীয় পুলিশের মুখপাত্র এস এন প্রধান বলেন, ‘এ ঘটনায় ৯ জন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক।’