টেকনাফে ১৮ লাখ ইয়াবা উদ্ধার, আটক ১


347 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
টেকনাফে ১৮ লাখ ইয়াবা উদ্ধার, আটক ১
মার্চ ১৬, ২০১৮ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১৮ লাখ ২ হাজার ৮২৬ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার এবং একজনকে আটক করা হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার বড় চালান আসছে— এমন তথ্যের ভিত্তিতে রাতে নদীতে অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ টহল দল।

তিনি জানান, এক পর্যায়ে মিয়ানমার থেকে আসা দু’টি নৌকাকে ধাওয়া করলে পাচারকারীরা নৌকা থেকে লাফিয়ে সাঁতরে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া নৌকা দুটিতে থাকা বস্তার ভেতর ১৮ লাখ দুই হাজার ইয়াবা পাওয়া যায়।

এছাড়া সকালে দমদমিয়ার একটি চেকপোস্ট থেকে ৮২৬ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয় বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।