ট্রাম্পের প্রবীণ বিষয়ক মন্ত্রী বরখাস্ত


419 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
ট্রাম্পের প্রবীণ বিষয়ক মন্ত্রী বরখাস্ত
মার্চ ৩০, ২০১৮ প্রবাস ভাবনা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবার তার মন্ত্রীপরিষদে রদবদল করলেন। বুধবার তিনি প্রবীণ বিষয়ক মন্ত্রী ডেভিড শালকিনকে বরখাস্ত করে হোয়াইট হাউসের চিকিৎসক রনি জ্যাকসনকে ওই পদে দায়িত্ব দিয়েছেন।

এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে নতুন প্রবীণ বিষয়ক মন্ত্রী হিসেবে অত্যন্ত সম্মানিত অ্যাডমিরাল রনি এল. জ্যাকসন এমডি এর নাম ঘোষণা করছি।’

ট্রাম্প গত মাসে তার পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকেও পরিবর্তন করেছেন। খবর এএফপি’র।

ট্রাম্প টুইটারে বলেন, ‘আমাদের দেশ ও মহান প্রবীণদের সেবা করার জন্য আমি ডা. ডেভিড শালকিনের প্রতি কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, কংগ্রেসে জ্যাকসনের নিয়োগ অনুমোদন না হওয়া পর্যন্ত পেন্টাগন কর্মকর্তা রবার্ট উইলকি অন্তঃবর্তীকালীন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

স্ত্রীর সঙ্গে ইউরোপে মাত্র নয় দিনের সফরে এক লাখ ২২ হাজার মার্কিন ডলার ব্যয় করার অভিযোগ ওঠার পর শালকিন বরখাস্ত হতে যাচ্ছেন বলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমল থেকে যে কয়জন ব্যক্তি ট্রাম্প প্রশাসনে বহাল ছিলেন তার মধ্যে শালকিনও একজন।

জানুয়ারি মাসে জ্যাকসন ৭১ বছর বয়সী ট্রাম্পের স্বাস্থ্য চমৎকার’ রয়েছে বলে মত দেয়ার পর থেকে তার সাথে ট্রাম্পের সুসম্পর্ক গড়ে ওঠে।