ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালকসহ নিহত ৪


403 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালকসহ নিহত ৪
মার্চ ২১, ২০১৮ জাতীয় ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
ফেনীর বারাইপুর রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যানের চালকসহ চারজন নিহত হয়েছেন। বুধবার ভোরে সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফেনী রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই মো. আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‘বুধবার ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রামগামী যাত্রীবাহী ট্রেন তূর্ণা নিশিথা ফেনীর বারাইপুর রেল ক্রেসিংয়ে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে ঘটনাস্থালেই চারজন নিহত হন। তাদের পরিচয় এখনও জানা যায়নি।’

দুর্ঘটনার পর ওই এলাকায় যান চলাচল কিছুক্ষণ বন্ধ ছিল বলে জানান আব্দুল আলীম।