
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস্ ও স্পাইন বিশেষজ্ঞ ডাঃ মোঃ মাহমুদুল হাসান (পলাশ) অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত স্পাইন সার্জারীর আন্তর্জাতিক সম্মেলন ও ওয়ার্কশপে অংশ নিতে সাতক্ষীরা থেকে রওনা হয়েছেন। তিনি আগামী ৩০ এপ্রিল হতে ১০ এপ্রিল পর্যন্ত অস্ট্রেলিয়ায় অবস্থান করবেন।
বাংলাদেশ স্পাইন সোসাইটির প্রেসিডেন্ট প্রফেসর ডাঃ মো শাহ আলমের নেতৃত্বে এশিয়া পেসিফিক ডেলিগেট হিসাবে ডাঃ মোঃ মাহমুদুল হাসান (পলাশ) উক্ত সম্মেলনে যোগদান করবেন।
বিদেশ থেকে নতুন প্রযুক্তি শিখে তা এদেশের মানুষের কল্যানে কাজে লাগাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ডা: পলাশ । এর পূর্বেও তিনি অর্থোপেডিকস্ ও স্পাইন সার্জারীর উপর অনেক দেশী বিদেশী প্রশিক্ষন ও ডিগ্রী নিয়েছেন।
ডা: পলাশ সাতক্ষীরাবাসীর কাছে দূয়া চেয়েছেন, যেন সাতক্ষীরাবাসীর কল্যানে নিজেকে বিলিয়ে দিতে পারেন। সাতক্ষীরা মেেিডকেল কলেজ হাসপাতালে স্পাইন সার্জারী ইউনিট চালু করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।