
অনলাইন ডেস্ক ::
ঢাকার দক্ষিণখানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে দক্ষিণখানের দিয়াবাড়ি এলাকায় নিহত ব্যক্তির নাম জহিরুল ইসলাম (৩৫)।
দক্ষিণখান থানার ওসি তপন কুমার সাহা এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডাকাতির অভিযোগে গ্রেফতার জহিরুলকে নিয়ে তার সহযোগিদের ধরতে অভিযান চালানো হয়। এসময় সেখানে আগে থেকে অবস্থান নিয়ে থাকা ডাকাত দলের অন্য সদস্যরা পুলিশের লক্ষ্য করে গুলি করে।
ওসি জানান, আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে জহিরুল গুলিবিদ্ধ হয়। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।