
নাজমুল আলম মুন্না :
সাতক্ষীরায় নতুন পৌরসভা নির্বাচন হয়েছে প্রায় ৪/৫ মাস। মেয়রের দায়িত্বে এসেছেন সর্বকনিষ্ঠ সুঠামদেহী নওজোয়ান। পৌরবাসির আখাঙ্কা ছিল নতুন উদ্দমে নতুন মেয়র নিত্য নতুন সব উদ্দোগ নিয়ে পৌরবাসির অবকাঠামো উন্নয়নসহ পরিস্কার পরিচ্ছন্নতায় বিশেষ ভুমিকা রাখবেন এবং এলাকার সকল পর্যায়ের সমস্যা চিহিœত করে সুন্দর একটি ডিজিটাল সাতক্ষীরা শহর উপহার দিবেন কিন্তু সে আশার গুড়ে কি বালি ঢেলে আশাহত করতে বসেছেন নতুন মেয়র তাসকিন আহমেদ চিশতিসহ তার সকল কাউিন্সিলররা। সাতক্ষীরায় তো এখনও উন্নয়নের ছোয়া বিন্দুমাত্র চোখে পড়ছেনা। তারই নমুনা ৭ নং ওয়ার্ডের বাঙ্গালের মোড় হতে খানপুর রোডটিতে কোন সুস্থলোকের যাতাযাত অসম্ভব হয়ে পড়েছে বহুদিন কিন্তু অজানা কারনে সেরাস্তাটি মেরামতের নেওয়া হচ্ছেনা কোন উদ্দোগ তেমনি এলাকায় নেই কোন ডাষ্টবিন ব্যবস্থা, ভাল রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থা। ৭নং ওয়ার্ডেও আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসা সড়কে মানুষের চলাচলের অনুপযোগি হওয়ার উপক্রম হতে চলেছে তবুও পৌরসভার যেন কোন দায়ভার নেই। এই এলাকার স্থানীয় মানুষের বসবাস করা খুবই কঠিন হয়ে পড়েছে কারন যত্রতত্র ময়লা আবর্জনা আর ইচ্ছামত ইট, বালি, খোয়া রেখে প্রায় রাস্তাটি বুজিয়ে ফেলার উপক্রম হতে চলেছে স্থানীয় বাসিন্দারা। তাই এলাকাবাসির দাবি এই এলাকায় যেন কয়েকটি ডাস্টবিন স্থাপন করে এবং রাস্তাটিতে যেন স্থানীয় বাসিন্দারা ইট,বালি ও খোয়া মাসেরপর মাস ফেলে রাখার হাত হতে রক্ষা পায় এবং খুব দ্রুততম সময়ের মধ্যে উপরোক্ত সমস্যা সমাধানের ব্যবপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।