
স্টাফ রিপোর্টার :
জাতীয় অধ্যাপক ডা: এম আর খানের সাথে সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ সাতক্ষীরার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সৌজন্য সাক্ষাত করেছেন। শনিবার দুপুরে সাতক্ষীরা রসুলপুর শিশু ফাউন্ডেশনে উক্ত সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুস সেলিম, হারুণ উর রশিদ, কামরুল ইসলাম, রবিউল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুল গফুর, সিরাজুল ইসলাম প্রমুখ। সৌজন্য সাক্ষাত কালে পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ সাতক্ষীরা পৌর সভার জলাবদ্ধতা নিরশন, শহরের রাস্তাঘাট, ব্রীজ কালভার্টসহ পৌরসভার বিভিন্ন অবকাঠামো নিয়ে কথা বলেন। ডা: এম আর খান জলাবদ্ধতাসহ সাতক্ষীরার বিভিন্ন সমস্যার কথা শুনে তিনি এ ব্যাপারে উদ্ধর্তন মহলের সাথে কথা বলে তা সমাধানের আশ্বাস দেন।