
আবুল কাসেম :
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: নূনযিরুল মোহসেনিন মিমকে বরখাস্ত ও দৈনিক যুগান্তরে তার বিরুদ্ধে সিরিজ রিপোর্ট প্রকাশের প্রতিবাদে শনিবার দুপুরে সাতক্ষীরায় বিএমএ’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে খুলনা রোড মোড়ে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে বিএমএ সাতক্ষীরা জেলার সভাপতি ডা: আজিজুর রহমানের সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক ডা: এন জেড আতিক,সিভিল সার্জন আবু সালেহ আহমেদ,সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: হাবিবুর রহমানের ডা: মোখলেছুর রহমান প্রমুখ। বক্তারা ডা: মিমের বরখাস্তাদেশ প্রত্যাহারের দাবী জানান।
মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: নূনযিরুল মোহসেনিন মিমের সাথে তুচ্ছ ঘটনায় দৈনিক যুগান্তর প্রশাসক সালমা ইসলামের বিরোধ বাঁধে। এর জের ধরে ওই পত্রিকায় ডা: মিমের বিরুদ্ধে সিরিজ রিপোর্ট বের হয়। পরবর্তীতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।