
আল্লাহ মানুষকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। কিন্তু তার সাথে কাউকে কাউকে দিয়েছেন কিছু জন্মগত ত্রুটি। জন্মগত ত্রুটি বলতে বুঝায় জন্মের সময় উপস্থিত যে কোন গঠনগত বা কার্যগত কোন সমস্যা। অনেকে মনে করেন এর পরিমান খুবই কম। কিন্তু পরিসংখান বলে অন্য কথা। প্রতি ৩৩ জনে ১ জন শিশু জন্মগত ত্রুটিতে ভোগে। সারা বিশ্বে প্রতি বছর জন্মগত ত্রুটির কারনে হওয়া পঙ্গুত্ব নিয়ে বেচে থাকে ৩২ লক্ষ শিশু। এর মধ্যে জন্মের প্রথম মাসে মারা যায় ২৭০০০জন। জন্মগত ত্রুটি নিয়ে ডাক্তারদের কাছে মুলত শিশুরাই (০-১৮ বছর বয়স পর্যন্ত) আসে। তবে অনেক ক্ষেত্রে পুর্ণবয়স্ক ব্যক্তিও এ সমস্যা নিয়ে ডাক্তারের শরনাপন্ন হতে পারেন। এর কারন ২টি, প্রথমটি হল জন্ম থেকে বিদ্যমান থাকলেও দেরীতে ডাক্তারের কাছে আসা আর ২য় টি হলো বয়ঃপ্রাপ্ত হলে তবেই রোগলক্ষন প্রকাশিত হওয়া। আসুন দেখে নিই কমন জন্মগত ত্রুটিগুলি কি কি।
পেডিয়াট্রিক জেনারেল সার্জিক্যাল কনজেনিটাল এনোমালীঃ
ক্স হার্নিয়া বা পেটের ভেতরের নাডী দিয়ে অন্ডকোষ বা কুচকির অংশ ফোলা
ক্স আমবেলিকাল হার্ণিয়া বা নাভী ফোলা
ক্স হাইড্রোসিল বা অন্ডকোষের থলিতে পানি জমা
পেডিয়াট্রিক ইএনটি কনজেনিটাল এনোমালীঃ
ক্স ক্লেফ্ট লিপ বা জন্মগত ঠোঁট কাটা
ক্স ক্লেফ্ট প্যালেট বা জন্মগত তালু ফাটা
ক্স এনকাইলোগ্লোসিয়া বা আল জিহ্বা
ক্স থাইরোগ্লোসাল সিস্ট বা গলায় এক ধরনের জন্মগত টিউমার
ক্স থাইরোগ্লোসাল ফিস্টুলা বা গলায় এক ধরনের জন্মগত নালী
ক্স ব্রাঙ্কিয়াল সিস্ট গলায় এক ধরনের জন্মগত টিউমার
ক্স ব্রাঙ্কিয়াল ফিস্টুলা বা গলায় এক ধরনের জন্মগত নালী
পেডিয়াট্রিক গ্যাসট্রো-ইনটেসটাইনাল কনজেনিটাল এনোমালী
ক্স ইমপারফোরেট এনাস বা পায়খানার রাস্তা না থাকা
ক্স এনটিরিয়রলি প্লেসড এনাস বা মলদ্বার নিন্দ্ষ্টি জায়গার সামনে থাকা
ক্স ভেসটিবুলার এনাস বা মলদ্বার মাসিকের রাস্তার ভেতর থাকা
ক্স বাকেট হ্যান্ডেল টাইপ মলদ্বার
ক্স এনাল স্টেনোসিস বা পায়খানার রাস্তা চিকন থাকা
ক্স ইনফ্যানটাইল হাইপারট্রপিক পাইলরিক স্টেনোসিস বা পাকস্থলি চিকন থাকার জন্য ক্রমাগত বমি হওয়া
ক্স মেসেন্টেরিক সিস্ট ( পেটের ভেতরের টিউমার)
ক্স ওমেনটাল সিস্ট ( পেটের ভেতরের টিউমার)
ক্স গ্যাস্ট্রোস্কাইসিস বা জন্মগতভাবে পেটের ভেতরের নাড়ী পেটের বাইরে থাকা
ক্স ওমফ্যালোসিল বা জন্মগতভাবে পেটের উপর একটা থলির মধ্যে পেটের নাডীর কিছু অংশ থাকা
ক্স প্যাটেন্ট ভাইটেলো ইন্টেস্টাইনাল ডাক্ট বা নাড়ীর সাথে নাভীর মাধ্যমে পেটের বাইরের অংশের যোগাযোগ থাকা
ক্স ভাইটেলাইন সিস্ট
ক্স পেরিনিয়াল ফিষ্টুলা বা মলদ্বার নিন্দ্ষ্টি যায়গায় না থেকে পেরিনিয়ামে থাকা
ক্স ইসোফেজিয়াল এটরেসিয়া বা জন্মগত খাদ্যনালী চিকন
ক্স ডিয়োডেনাল এটরেসিয়া বা জনমগতভাবে ডিয়োডেনাম চিকন
ক্স ইনটেসটাইনাল এটরেসিয়া বা জনমগতভাবে ক্ষুদ্রান্ত্র চিকন বা বন্ধ
ক্স নিওন্যাটাল ইন্টেসটাইনাল পারফোরেশান বা জন্মগত নাড়ী ফুটা হওয়া
ক্স ডায়াফ্রামেটিক হার্ণিয়া বা পেটের নাড়ী বুকের ভেতরে থাকা
ক্স ইভেনট্রেসান বা বুক ও পেটের মধ্যবর্তী পর্দা দুর্বল থাকা
ক্স ট্রাকিও-ইসোফেজিয়াল ফিস্টুলা বা খাদ্যনালীর সাথে শ্বাসনালীর যোগাযোগ থাকা
ক্স হারস্প্রাংস ডিজিজ বা জন্মগত নাড়ীর প্যারালাইসিস থাকার জন্য পায়খানা ক্লিয়ার না হওয়া
ক্স মিকোনিয়াম আইলিয়াস বা কালো পায়খানা শক্ত হয়ে নাড়ী আটকে দেয়া
ক্স ম্যালরোটেশান বা জন্মগত পেটের নাড়ীর অবস্থানগত বৈষম্য
ক্স মিডগাট ভলভিউলাস বা জন্মগত নাড়ী প্যাঁচ খাওয়া
পেডিয়াট্রিক হেপাটোবিলিয়ারী কনজেনিটাল এনোমালীঃ
ক্স হেপাটিক সিস্ট ( পেটের ভেতরের টিউমার)
ক্স কলিডোকাল সিস্ট ( পেটের ভেতরের টিউমার)
ক্স বিলিয়ারী এট্রেসিয়া বা পিত্তনালী চিকন
পেডিয়াট্রিক অর্থোপেডিক কনজেনিটাল এনোমালীঃ
ক্স ক্লাবফুট বা জন্মগত পা বাঁকা
ক্স সিনডাকটাইলি বা হাত পা এর আঙ্গুল জোড়া লাগানো
ক্স পলিডাকটাইলি বা হাত পা এর আঙ্গুল বেশী থাকা
পেডিয়াট্রিক ইউরোলজিক্যাল কনজেনিটাল এনোমালীঃ
ক্স হাইপোসপেডিয়াস বা প্র¯্রাবের রাস্তা নিন্দ্ষ্টি যায়গায় না থেকে লিঙ্গের নিচে থাকা
ক্স এপিসপেডিয়াস বা প্র¯্রাবের রাস্তা নিন্দিষ্ট যায়গায় না থেকে লিংগের উপরে থাকা
ক্স মিয়াটাল স্টেনোসিস বা প্র¯্রাবের রাস্তা চিকন
ক্স আনডিসেন্ডেড টেস্টিস বা অন্ডকোষ থলিতে না থাকা বা অন্যত্র থাকা
ক্স প্যাটেন্ট ইউরাকাস বা প্র¯্রাবের থলির সাথে নাভীর মাধ্যমে পেটের বাইরের অংশের যোগাযোগ থাকা
ক্স পোস্টিরিয়র ইউরেথ্রাল ভালব বা মুত্রথলির নীচে জন্মগত পর্দার কারনে ক্রমাগত ফোটায় ফোটায় প্র¯্রাব হওয়া
ক্স কনজেনিটাল হাইড্রোনেফ্রোসিস বা জন্মগতভাবে কিডনী বড় হয়ে যাওয়া
পেডিয়াট্রিক নিউরো-সার্জিক্যাল কনজেনিটাল এনোমালীঃ
ক্স হাইড্রোকেফালাস বা মাথা ক্রমাগত বড হওয়া
ক্স এনকেফালোসিল বা মাথার বাইরে আরেকটি মাথা সদৃস টিউমার
ক্স মেনিঙ্গোসিল বা নিচের দিকে মেরুদন্ডের পানিভর্তি টিউমার
ক্স স্যাকরোকক্সিজিয়াল টেরাটোমা বা নিতম্বের উপরের দিকের টিউমার
পেডিয়াট্রিক গাইনোকোলজিক্যাল কনজেনিটাল এনোমালীঃ
ক্স লেবিয়াল এডহেসান বা মাসিকের রাস্তা জোডা লাগানো
ক্স ইমপারফোরেট হাইমেন বা সতিচ্ছেদ পর্দার মধ্যে কোন ছিদ্র না থাকা
লেখক :
——-
ডাঃ শেখ আবু সাঈদ শুভ
নবজাতক, শিশু কিশোর বিশেষজ্ঞ সার্জন
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ।