
গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া :
ডুমুরিয়ায় চিংড়ি কালেকশন সেন্টার নির্মানের ত্রি-পক্ষীয় সমঝোতা স্বাক্ষর বিষয়ক এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সোমবার বে-সরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডফিস-বাংলাদেশ’র সহযোগিতায় বিএসএফএফ এর আয়োজনে উপজেলার বড়-ডাঙ্গা গ্রামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রি।
প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ডফিস-বাংলাদেশ’র সিওপি মিঃ এইচ জে কিউজ এরিক। বিশেষ অতিথি ছিলেন মৎস্য বিভাগের উপ-পরিচালক মান নিয়ন্ত্রক আব্দুর রাশেদ। বক্তব্য দেন ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশ’র কর্মকর্তা কুদরত-ই-কবির, মোঃ কামরুজ্জামান, বিএসএফএফ এর কর্মকর্তা হিরনময় ভট্টাচার্য, এস শারমিন, মোঃ মোখলেছুর রহমান, মাহফুজুর রহমান, মোঃ শফিউল আলম, চিংড়ি চাষী সমিতির সভাপতি সুকুমার মন্ডল, সুপদ মন্ডল, সুজিত মন্ডল ও জমি দাতা জয়ন্ত বিশ্বাস।
সভায় উৎপাদিত চিংড়ির ভাল মুল্য পেতে খামার পর্যায় প্রসেসিং প্লান্ট পর্যন্ত গুনগতমান সম্পন্ন চিংড়ি পৌছানোর উদ্যোগে বড়ডাঙ্গা গ্রামে চিংড়ি কালেকশন সেন্টার নির্মানের জন্য ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি ও জমি ভোগদখল চুক্তি পত্রে স্বাক্ষর হয়। এ সময় বক্তারা সমঝোতা চুক্তির সার্বিক সফলতা কামনা করে কালেকশন সেন্টার কৃষকদের ভাগ্য উন্নয়নে উল্লেখ্য যোগ্য ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।