
গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া :
ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া-শোলগাতিয়া-মিকশিমিল এলাকায় যাতায়তে একমাত্র সড়কটি প্রবল বর্ষণ ও জোয়ারের পানির চাপে ভাঙ্গনের কবলে হরি নদী গর্ভে বিলীন হতে চলেছে। আশু মেরামত না হলে উপজেলার ৪টি ইউনিয়নের লক্ষাধিক পরিবার ক্ষতিগ্রস্থ হয়ে পড়বে। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী। গতকাল বিকালে উপজেলার চেয়ারম্যান খান আলী মুনসুর ও স্থানীয় চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।
সরেজমিনে গিয়ে স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের ২৬নং পোল্ডারে হরি নদীর পাশ দিয়ে নির্মিত খর্ণিয়া বাজার হতে শোলগাতিয়া-মিকশিমিল এলাকার ভেড়ি বাঁধটি ওই এলাকাবাসীর যাতায়তের একমাত্র সড়ক। ইতিপূর্বে হরি নদীতে ইটভাটা মালিক কর্তৃক ভেড়িবাঁধ নির্মানের ফলে ভাঙ্গন কুলে প্রচন্ড জোয়ারের পানি চাপ বৃদ্ধি পেয়েছে। ফলে প্রবল বর্ষণ ও পানির চাপে ওই ভেড়ি বাঁধের প্রায় ১শ গজ এলাকা নিয়ে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। প্রবল বেগে ধেয়ে আসা ভাঙ্গন এলাকা আশু মেরামত না হলে উপজেলার ভদ্রাদিয়া, রানাই আংগারদোহা, বালিয়াখালী, পাঁচপোতা, পাচুড়িয়া, বামুন্দিয়া, গোনালী, মেছাঘোনা গ্রাম সহ উপজেলার ৪টি ইউনিয়ন প্লাবিত আশংকা হয়ে পড়েছে। এতে প্লাবিত হয়ে লক্ষাধিক পরিবার ক্ষতিগ্রস্থসহ জানমালের আশংকায় রয়েছে।
এ প্রসঙ্গে ঘটনাস্থল পরিদর্শনকালে স্থানীয় জনতার দাবীর মুখে উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর ও ইউপি চেয়ারম্যান শেখ দিদার হোসেন বলেন উপজেলা পরিষদ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ভাঙ্গন রোধের চেষ্টা চালানো হবে। এছাড়া বিষয়টি প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ,উপজেলা নির্বাহী অফিসার সহ পাউবোর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ সামছদ্দৌজা বলেন ভাঙ্গনের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভাঙ্গনের বিষয় জানার জন্য মোবাইল ফোনে বারবার চেষ্টা করে যোগাযোগ করতে না পারায় পাউবোর কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
##
ডুমুরিয়ায় ভেজাল বিরোধী অভিযান :
ডুমুরিয়া প্রতিনিধি :
জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠান সুচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়ায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। ডুমুরিয়া সদর মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রি। অভিযান কালে তিনি মাছে কোন প্রকার ভেজাল বা ফরমালিন না পেয়ে মৎস্য ব্যবসায়ীদের কে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন কোয়ালিটি এস্যুরেন্ট অফিসার মোঃ জাকারিয়া আলম, সহকারী মৎস্য কর্মকর্তা এজেডএম তৌহিদুর রহমান, ক্ষেত্র সহকারী আব্দুল মান্নান, খোরশেদ আলী, বাজার কমিটির সভাপতি ডাঃ গৌর কিশোর রায় ও সাধারণ সম্পাদক খান আবু বক্কার। এর আগে সকালে উপজেলার গ্যাংরাইল নদীতে অভিযান চালিয়ে অবৈধ গলদা রেণু-পোনা ধরার ১০০ মিটার জাল আটক ও পুড়িয়ে ফেলা হয়।
##
ডুমুরিয়ায় অনলাইন কার্যক্রম বিকেন্দ্রীকরণ বিষয়ক প্রশিক্ষণ :
ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনলাইন এমপিও বিতরণ কার্যক্রম বিকেন্দ্রীকরণ বিষয়ক প্রশিক্ষণ-২০১৫ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ সামছুদ্দৌজার সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক টিএম জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ। বক্তব্য রাখেন প্রোগ্রাম মোঃ আক্তারুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমি সুপার ভাইজার টিকেন্দ্রনাথ সানা। উপস্থিত ছিলেন উপজেলার ১০৯ টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও আলীয়া মাদ্রাসার প্রধান শিক্ষক বৃন্দ।
###
ডুমুরিয়ায় মনিটারিং সার্পোট বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন
গাজী আব্দুল কুদ্দুস ডুমুরিয়া ॥ ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের পরিকল্পনা প্রণয়নে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে মনিটরিং সার্পোট বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বিকালে ইউপি চেয়ারম্যান মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে পরিষদ মিলায়তনে আয়োজিত প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুদ্দৌজা। পরিষদের সচিব সিদ্ধার্থ শংকর ব্যানার্জির পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষক উপজেলা প্রাঃ শিক্ষা অফিসার মোঃ অহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আঃ কাদের, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জিন্নাত আলী, ইউপি সদস্য তাহমিনা বেগম, আরজিনা বেগম, লাভলী রায়, বিএম ইসমাইল হোসেন, গাজী আঃ আজীজ, মোস্তফা খান, সিরাজুল ইসলাম বিশ্বাস, সরদার শাহিনুজ্জামান প্রমূখ।
##
গলায় রশি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা :
বৃহস্পতিবার সকালে ডুমুরিয়ায় সাত্তার গাজী (৭০) নামের এক বৃদ্ধ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ জানায় মস্তিষ্ক বিকৃতি জনিত কারণে উপজেলার মাদারতলা এলাকার মৃত হামজা গাজীর পুত্র সাত্তার গাজী বাড়ির পাশে একটি তেতুল গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় পুত্র দিদারুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।