
গাজী আব্দুল কুদ্দুস, ডুমুুরিয়া :
খুলনার ডুমুরিয়ায় পাষান্ড ছেলের পিটুনিতে গুরত্বর আহত হয়েছে গর্ভধারিনী মা দিলরুবা বেগম। আহত মা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে উপজেলার শোভনা ইউনিয়নের খানপাড়া এলাকায়।
আহতর পারিবারিক সুত্রে জানা যায়, উপজেলার শোভনা খানপাড়া এলাকার সোহবান খানের স্ত্রী দিলরুবা বেগমের কাছে থাকা গচ্ছিত্ব টাকা দাবী করে পাষান্ড বড় পুত্র রাজু খান। মা দিলরুবা বেগম ওই টাকা দিতে রাজী না হওয়ায় রাজু লাঠিসোঠা দিয়ে বৃদ্ধ মাতাকে বেপরোয়া মারপিট করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনার পর এলাকাবাসী পাষান্ড ওই রাজুকে মারপিট করে। রাজু ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। ডুমুরয়া থানার ওসি এম মসিউর রহমান জানান, ছেলের আঘাতে মা আহত বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তবে ওই ঘটনার পর পাষান্ড রাজুকে স্থানীয়রা মারপিট করায় সে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। সুস্থ্য হলেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।