
স্টাফ রিপোর্টার ::
ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৬-১৭ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাতক্ষীরা জেলার বিভিন্ন্ উপজেলার ৩৮জন বাছাইকৃত অনুর্ধ ১৬ বছর এর ফুটবলারদের মাঝে দিনব্যাপী সাতক্ষীরা পি.এন হাইস্কুল এন্ড কলেজ মাঠে জেলা পর্যায়ের ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৬-১৭ এর বাছাই পর্ব বাস্তবায়ন করাহল।
বাছাই পর্বে বিচারকের দায়িত্বে ছিলেন দক্ষিণ বাংলার ফুটবলের কিংবদন্তী প্রাক্তন দক্ষ ফুটবলার মোঃ আফছার আলী মাস্টার, দক্ষ ফুটবল প্রশিক্ষক মোঃ রফিকুল ইসলাম খান ও সাতক্ষীরা জেলা শারীরিক শিক্ষাবিদ সমিতির সম্পাদক ও পিএন হাইস্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক বাবু ভদ্রকান্ত সরকার।
দক্ষ ফুটবলার বাছাই পর্বে প্রশিক্ষক ও রেফারীর দায়িত্বে ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার প্রথম শ্রেণির রেফারী ওয়াছি উদ্দীন খান (বিপুল), কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল প্রশিক্ষক, মোঃ মোমেনুর রহমান এবং কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষক মোঃ আবু সাঈদ।
ফুটবলের বাছাই পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফুটবলারদের খেলায় উৎসাহ দেন সাতক্ষীরা হিসাব রক্ষণ অফিসার আবু তাহের মোহাম্মদ আব্দুর রউফ।
বিশেষ অতিথি ছিলেন অলোক কুমার তরফদার, জেলা সহকারী শিক্ষা অফিসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পি.এন হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শেখ হাফিজুল ইসলাম।
দিনব্যাপী প্রশিক্ষণ প্রতিযোগিতা শেষে বাছাই পর্বে উত্তীর্ণ হয় আলাউদ্দীন, হাসিবুল, সোহেল, জাহিদ, ফিরোজ, মুন্না, সেলিম ও সোহেল। বাছাইকৃত খেলোয়াড়বৃন্দ আগামী ৩ মে ২০১৭ তারিখ খুলনা বিভাগীয় পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় অংশ করবে। সমগ্র অনুষ্ঠানে সংগঠনের দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া অফিসের প্রাক্তন সহকারী মোঃ রবিউল ইসলাম।
##