ঢাকার খামারবাড়িতে রিকশা চালকদের ডাব খাওয়ালেন এমপি জগলুল


625 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
ঢাকার খামারবাড়িতে রিকশা চালকদের ডাব খাওয়ালেন এমপি জগলুল
মার্চ ১৩, ২০১৮ ফটো গ্যালারি শ্যামনগর
Print Friendly, PDF & Email

বিজয় মন্ডল, শ্যামনগর ::
প্রচণ্ড তাপদাহে ঢাকার খামারবাড়ি মোড়ে হতদরিদ্র রিকশা চালকদের রুমাল দিয়ে ঘাম মুছিয়ে ডাব খাওয়ালেন এস, এম জগলুল হায়দার এমপি।
অাজ ১৩ মার্চ, ২০১৮ ইং দুপুর ১২.৩০ টায় সাতক্ষীরা – ৪ অাসনের সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার রাজধানী ঢাকার খামারবাড়ি মোড় অতিক্রম করার সময় প্রচণ্ড রোদে যাত্রী পাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা হতদরিদ্র রিকশাচালকদের গরমে কষ্ট পেতে দেখেন। তাদের শরীর থেকে তখন ঘাম ঝরছিল। সংসদ এসময় তাদের পাশে যান এবং পকেট থেকে নিজের ব্যবহৃত রুমাল বের করে তা দিয়ে তাদের শরীরের ঘাম মুছিয়ে দেন। তাপদাহে পিপাসার্ত শতাধিক রিকশাচালকের পিপাসা নিবারণ করতে নিজ খরচে ডাব নিয়ে অাসার জন্য সাথে থাকা ব্যক্তিগত সহকারীকে নির্দেশ দেন। ডাব নিয়ে অাসলে মানুষগুলোকে নিজ হাতে ডাবের পানি পান করান এমপি জগলুল হায়দার। তাদের পরিবারের সদস্যদের জন্য খাবার কিনে নিয়ে যাওয়ার জন্য নগদ অার্থিক সাহায্য প্রদান করেন সংসদ সদস্য। সেখানে উপস্থিত সকলের কাছে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান জগলুল হায়দার এমপি।