
স্টাফ রিপোর্টার ::
অাজ ১৫ মার্চ, ২০১৮ ইং দুপুর ২ টায় সচিবালয় থেকে মানিক মিয়া এভিনিউয়ের এমপি হোস্টেলের বাসায় ফিরছিলেন সাতক্ষীরা – ৪ অাসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার।
পথিমধ্যে ঢাকা হাইকোর্টের সামনে ফুটপাতে একজন শারীরিক প্রতিবন্ধী এবং একজন মানসিক ভারসাম্যহীন ভাসমান পাগলকে বসে থাকতে দেখেন। এমপি মহোদয় তৎক্ষণাৎ গাড়িয়ে থামিয়ে তাদের পাশে যান এবং সাথে থাকা ব্যক্তিগত সহকারীকে দিয়ে কিছু ফল ও নতুন পোশাক কিনে অানান। নিজ হাতে তাদের মুখে তুলে ফল খাইয়ে নতুন পোশাক পরিয়ে দেন এমপি জগলুল হায়দার। তাদের খাবার খাওয়ার জন্য কিছু নগদ অার্থিক সাহায্যও প্রদান করেন এমপি জগলুল।