তরিকুলের শারীরিক অবস্থার অবনতি


446 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
তরিকুলের শারীরিক অবস্থার অবনতি
জুলাই ২৬, ২০১৫ খুলনা বিভাগ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের শারীরিক অবস্থার আরো অবনতি ঘটেছে। হূদপিণ্ডের তিনটি ব্ল­কে স্থাপিত ‘রিং’গুলোর স্থান থেকে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। একই সঙ্গে কিডনির জটিলতাও বেড়েছে। গত দুই দিন ধরে খাবার পানিও প্রায় বন্ধ রয়েছে। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিইও প্রফেসর ডা. আব্দুর রশিদ জানিয়েছেন, কিডনির জটিলতার জন্য এনজিওগ্রাম করা যাচ্ছে না।

হূদরোগে আক্রান্ত হওয়ায় গত ১১ জুলাই সকালে তাকে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে কারো সহযোগিতা ছাড়া তিনি হাঁটতে পারছেন না এবং কথাবার্তাও তেমন একটা বলতে পারছেন না। গত দেড় মাসে তার ৯ কেজিরও বেশি ওজন কমে গেছে বলে চিকিত্সক জানিয়েছেন। বর্তমানে সারাদিনে হাফ লিটার খাবার পানি দেয়া হচ্ছে তাকে। তরিকুলের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে  কাছে দোয়া চাওয়া হয়েছে।