
আসাদুজ্জামান :
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ১৩ কেজি রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। রোববার সকাল সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার তলুইগাছা সীমান্তের দক্ষিন তলুইগাছার রুস্তম আলী ও আব্দুস সামাদের গোয়ালঘর থেকে উক্ত রুপাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রুপার মূল্য আনুমানিক ১০ লাখ টাকা।
সাতক্ষীরার তলুইগাছা বিওপির হাবিলদার আকরাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বিজিবির একটি টহল দল দক্ষিন তলুইগাছার রুস্তম আলী ও আব্দুস সামাদের গোয়ালঘরে অভিযান চালায়। এসময় ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা আটটি প্যাকেটে ১০ লাখ টাকা মূল্যের ১৩ কেজি রুপা সেখান থেকে উদ্ধার করা হয়।
সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আরমান হোসেন পিএসসি এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।##