
ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
এ সপ্তাহের শুরুতে এ ঘটনা ঘটে। ঝাড়বাতিটি পড়ে যাওয়ায় পর্যটকরা কিছুটা ভয় পেলেও এ ঘটনায় কেউ আহত হয়নি।
ঐতিহ্যবাহী এই স্থাপনাটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদেরই এ জন্য দায়ী করা হয়েছে।
৬০ কেজি ওজনের ওই ঝাড়বাতিটি রাজকীয় ফটকে ঝোলানো ছিল।
`আর্কেওলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার’ (এএসআই) বিশেষজ্ঞদের মতে, ধীরে ধীরে ক্ষয়ে যাওয়ার কারণেই হয়তো ঝাড়বাতিটি ছিঁড়ে পড়ে গেছে।
এএসআই এর পরিদর্শক ড. ভূবন বিক্রম বলেন, “তামার তৈরি ঝাড়বাতিটি একটি শেকল দিয়ে ঝোলানো ছিল। আমি ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে তদন্ত করছি।”
১৯০৫ সালে লর্ড কার্জন এই ঝাড়বাতিটি উপহার দিয়েছিলেন।