তালার ইসলামকাটিতে পেরিফেরি সম্পত্তি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ !


483 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
তালার ইসলামকাটিতে পেরিফেরি সম্পত্তি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ !
ডিসেম্বর ২৩, ২০১৫ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

কামরুজ্জামান মোড়ল ঃ
তালায় ক্ষমতাসীন দলের এক নেতা দাপট দেখিয়ে বাজার পেরিফেরিভূক্ত সম্পত্তির উপর অবৈধভাবে পাকা দোকানঘর নির্মাণ করায় এলাকাবাসী প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
প্রাপ্ত অভিযোগের বিবরণ থেকে জানা গেছে, উপজেলার ইসলামকাটি বাজার পেরিফেরিভূক্ত সরকারের ১ নং খাস খতিয়ানে ৩০৯৯ দাগ সহ অন্যান্য দাগে মোট ১ একর ১৬ শতক সম্পত্তির মধ্যে একই গ্রামের মৃত নছিম উদ্দীন শেখের পূত্র একাধিক অপকর্মের হোতা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল আজিজ মুহুরী ক্ষমতার দাপট দেখিয়ে ৩ টি পাকা দোকান ঘর নির্মাণ করেছেন। এ নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা খান রবিউল ইসলাম রহস্যজনক কারণে নিরব ভূমিকা পালন করায় এলাকার সচেতন মহলের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে গত বুধবার একই গ্রামের এস এম আফতাব হোসেন সহ ১০ জন গ্রামবাসী স্বাক্ষর পূর্বক জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন। সরকারি পেরিফেরিভূক্ত সম্পত্তির মধ্যে অবৈধভাবে ক্ষমতার দাপট দেখিয়ে দোকান ঘর নির্মাণ সহ কর্মকান্ড সহ শেখ আব্দুল আজিজের নিকট জানতে চাইলে তিনি ইউএনও এবং ডিসির দোহায় দিয়ে বিষয়টি এড়িয়ে যান।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা খান রবিউল ইসলাম জানান, আমি সহ উপজেলা ভূমি কর্মকর্তা বারবার বাধা দিয়েও কাজ বন্ধ করা সম্ভব হয়নি। উর্দ্ধতন কতৃপক্ষকে জানিয়েও অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমানের নিকট জানতে চাওয়া হলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলে আশ্বস্থ করেন।
##

পাটকেলঘাটায় বিবেক পরিচালিত লাইফ লাইন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
পাটকেলঘাটায় বিবেক পরিচালিত লাইফ লাইন শিক্ষা প্রকল্প ২০১২ এর বাৎসরিক বৃত্তি পরীক্ষা পাটকেলঘাটা আমিরুন্নেছা বহুমুখী মাধ্যঃ বিদ্যালয় কেন্দ্রে বুধবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান। হলসুপার ছিলেন আমজাদ হোসেন। পরীক্ষায় ১৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় কেন্দ্রে উপস্থিত ছিলেন বিবেক প্রকল্পের চেয়ারম্যান প্রভাষক এম সুশাšত, উপাধ্যক্ষ আতিয়ার রহমান, প্রভাষক নাজমুল হক প্রমুখ। এছাড়া কবি নজরুল বিদ্যাপীঠ এ একই পরীক্ষা আগামী ২৬ শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
##

পাটকেলঘাটার কুমিরায় সিচকে চোরের উপদ্রব বৃদ্ধি
পাটকেলঘাটার কুমিরা গ্রামে সিচকে চোরের উপদ্রব ক্রমশ বৃদ্ধি পেয়েই চলেছে। এতে প্রতিনিয়ত চুরির আশঙ্কা বিরাজ করছে গ্রামবাসীর মাঝে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবত গ্রামের কোথাও না কোথাও চুরি সংঘটিত হয়েই চলেছে। এসকল চোর সিন্ডিকেটের সদস্যরা উঠতি বয়সী যুবক সহ অন্যান্যরা সর্বদা ধরা ছোয়ার বাইরে থাকছে বলে সংশি¬ষ্ট সূত্র নিশ্চিত করে। এমনকি নেশার টাকা যোগাড় করতে বরজের পান, গাছের পাকা সুপারি, ছাগল, পুকুর ও ঘেরের মাছ সহ থালা, বাটি, বদনাও চুরি করে চলেছে।
এদিকে গত মঙ্গলবার গভীর রাতে কুমিরা বাদামতলার মৃত গোপাল রায়ের ছেলে বিশ্ব রায়ের বাড়িতে একটি চোর চক্র সিদ কাটে। ঘরের পিছনে মাটির দেওয়াল ভিতর পর্যান্ত খুজতে সক্ষম হলেও প্রকৃতির টানে গৃহকর্মী বাইরে চোর চক্র পালিয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির হাত থেকে পরিবারটি রক্ষা পায়। তবে পাশ্ববর্তী কতিপয় ব্যক্তি জানান, কে বা কারা প্রতিনিয়ত সকল চুরি ঘটনার জন্ম দিচ্ছে তা সকলের জানা। অথচ এদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পাই না। বিষটি আমলে নিতে সংশি¬ষ্ট পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।