
বি. এম. জুলফিকার রায়হান, তালা থেকে : সরকারি সম্পদ রক্ষনাবেক্ষন করার জন্য তালা উপজেলার ইসলামকাটী ইউনিয়নের ৩৬ জন দরিদ্র উপকারভোগী বাছাই কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রঞ্জন রায় এর তত্বাবধানে স্বচ্ছ ভাবে উপকারভোগী বাছাই এর জন্য প্রকাশ্যে লটারির মাধ্যমে উপকারভোগীদের নির্বাচিত করা হয়। দাতা সংস্থা ইউএনডিপি এর অর্থায়নে, বেসরকারি সংস্থা সুশীলন এর বাস্তবায়নে, সংস্থার স্বপ্ন প্রকল্প’র আওতায় উক্ত ইউনিয়নে উপকারভোগীরা আগামী ১৮ মাস ধরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে গ্রামীন রাস্তা সহ সরকারি সম্পদ রক্ষনাবেক্ষন করবে বলে জানাগেছে।
দরিদ্র মহিলা বাছাইকালে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান রঞ্জন রায়, প্যানেল চেয়ারম্যানÑ২ এজাহার আলী, ইউএনডিপি প্রতিনিধি মাহমুদ হাসান, সুশীলন এর স্বপ্ন প্রকল্প প্রোগ্রাম অর্গানাইজার মিন্টু, ইউপি সদস্য আবু আলম, আসাদ মৃধা, সালাউদ্দীন বাবু, আতিকা বেগম, বিলকিচ বেগম সহ সকল ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ এলাকার শত শত লোক উপস্থিত ছিলেন।