
তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা প্রভাষক গোলাম ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে তালা-পাটকেলঘাটা সড়কের বদরের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তালা থানার ওসি রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি বহুদিন আত্মগোপনে ছিলেন। উপজেলার পাটকেলঘাটা এলাকা থেকে সস্ত্রীক মটরসাইকেলে বাড়ী ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়।