তালায় কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাত নামা এক মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার


356 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
তালায় কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাত নামা এক মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার
মার্চ ১১, ২০১৬ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

আসাদুজ্জামান / বি. এম. জুলফিকার রায়হান  :
সাতক্ষীরা তালা উপজেলার কপোতাক্ষ নদ থেকে  অজ্ঞাত নামা এক মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ  উপজেলার গোপালপুর ময়রাঘাটা এলাকা থেকে ওই মহিলার লাশ উদ্ধার করে।

তালা থানার এএসআই মনির হোসেন ভয়েস অব সাতক্ষীরা ডটকমকে জানান, গোপালপুর ময়রাঘাটা এলাকার কপোতাক্ষ নদ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের একটি হাত এবং একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। লাশটি পঁেচ গলে যাওয়ায় নাম বা পরিচয় সনাক্ত সম্ভব হয়নি। লাশের পরনে একটি শায়া থাকায় সেটি মহিলার লাশ হিসেবে সনাক্ত করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থল থেকে লাশ থানায় আনার প্রক্রিয়া চলছিল।

এদিকে, এ খবর পেয়ে সাতক্ষীরা সার্কেলের সহকারী পুলিশ মো আতিকুল ইসলাম ও তালা থানার এসআই মো. এনামুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।