
তালা প্রতিনিধি :
জলাবদ্ধতায় আক্রান্ত হয়ে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে একাধিক পরিবার আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। তাদের মাঝে খাদ্য ও অর্থ সংকট প্রকট আকার ধারন করেছে। সরকারি বা বেসরকারি ভাবে তাদের এখনও কোনও সহযোগীতা প্রদান করা হয়নি। আশ্রয় কেন্দ্রে অবস্থানকারীদের মধ্যে মানবিক বিপর্যয় শুরু হচ্ছে। খলিলনগরের উত্তর হাজরাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে অবস্থানকারীদের মধ্যে ব্যক্তি উদ্যোগে ত্রান বিতরন করা হয়েছে। খলিলনগর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে খলিলনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম. জাহাঙ্গীর হাসান এই ত্রান বিতরন করেছেন। বৃহস্পতিবার সকালে আশ্রয় কেন্দ্রে অবস্থানকারীদের মধ্যে খাদ্য, নগদ টাকা ও অন্যান্য জরুরী উপকরন বিতরন করেন। এসময় জাপা নেতা ও চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম. জাহাঙ্গীর হাসান, স্থানীয় ইউপি সদস্য শেখ আক্কাচ আলীসহ সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।