
তালা প্রতিনিধি: তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে সরকারি অবকাঠামো রক্ষনাবেক্ষনের কাজে নিয়োজিত স্বপ্ন প্রকল্পের উপকারভোগী ৩৬জন মহিলার মাঝে অর্থ প্রদান করা হয়েছে। বুধবার বিকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এক সভার মাধ্যমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু আনুষ্ঠানিক ভাবে অর্থ প্রদান করেন।
এসময় ইউপি সদস্য আমিনুর রহমান বাচ্চু, মো. লিয়াকত মোড়ল, আব্দুল করিম ও সচিব রেজাউল ইসলামসহ উপকারভোগী দরিদ্র মহিলারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে, স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তরের অধিনে বেসরকারি সংস্থা সুশীলন “স্বপ্ন” প্রকল্প বাস্তবায়ন করছে। ইউনিয়ন পরিষদের সার্বিকি তত্ত্বাবধানে এই প্রকল্পটির আওতায় খলিলনগর ইউনিয়নে ৩৬জন দরিদ্র ও অসহায় মহিলা কর্মসংস্থানের সুযোগ লাভ করেছে।