
ইব্রাহিম খলিল ও কামরুজ্জামান মোড়ল :
সাতক্ষীরা জেলার তালা উপজেলার চৌগাছা গ্রামে ভাইপোর লাঠির আঘাতে চাচা আব্দুল সাদেক (৪৭) নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেছেন।
নিহত আব্দুল সাদেক চৌগাছা গ্রামের মৃত শেখ মতিয়ার রহমানের ছেলে।
তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ভাইপো শেখ শাহ আলমের সাথে তার চাচা আব্দুল সাদেরকর জমি জায়গা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল।
শনিবার দুপুর ভাইপো তার চাচাকে লাঠি দিয়ে মারপিট করে। মারাত্ম আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয় । তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
##