
পাটকেলঘাটা প্রতিনিধি :
তালা উপজেলার বন্যা ও জলাবদ্ধ কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। এসময় তিনি এলাকার অসহায় মানুষগুলোর খোঁজ খবর নেন।
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তালা উপজেলার জালালপুর, তেঘরিয়া, দোহার, সাতপাকিয়া, শ্রীমন্তকাটি, গৌতমকাটি, বালিয়া, সরুলিয়া, কুমিরা, রাঢ়ীপাড়াসহ বিভিন্ন এলাকার জলাবদ্ধ স্থানগুলো পরিদর্শন ও অসহায় মানুষের খোঁজ খবর ও আর্থিক সহযোগীতা প্রদান করেন। এসময় উক্ত অসহায় মানুষগুলোর দুঃখ-দূদর্শা ও অহায়ত্বের কথা শোনেন। এ দিকে জলাবদ্ধ এলাকাগুলো পরিদর্শন শেষে স্থানীয় এক চড়ের বাজারে সূধী মহলের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় শেখ নুরুল ইসলাম বলেন, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি, কপোতাক্ষ নদ খনন সহ টি আর এম প্রকল্পের অনিয়ম ও সীমাহীন দূর্নীতির কারনে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, জালালপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি, সাধারন সম্পাদক রাম প্রসাদ, আ’লীগ নেতা মনিরুজ্জামান মনি, তফেজ উদ্দীন, তাজ, অপু, জাকির সানা, প্রহ্্রদ মাষ্টার, ডাঃ এস এম হাদিউজ্জামান হাদি প্রমূখ।