তালার জেঠুয়ায় হতদরিদ্র নারীর জমি জোর দখল নিতে হামলা ও হয়রানী করার অভিযোগ


182 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
তালার জেঠুয়ায় হতদরিদ্র নারীর জমি জোর দখল নিতে হামলা ও হয়রানী করার অভিযোগ
নভেম্বর ১, ২০২২ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

বি. এম. জুলফিকার রায়হান ::

জাল দলিল সৃষ্টি করে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তালার জেঠুয়া গ্রামে ভূমিহীন, বৃদ্ধা ও প্যারালাইসিস আক্রাস্ত এক বিধবা নারীর ভোগদখলীয় খাস জমি জোর দখলের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বন্দোবাস্ত সূত্রে প্রাপ্ত ভূমিহীন ওই নারীর দখলীয় জমি জোর দখল নিতে দূর্বৃত্তদের একের পর এক হামলা, মামলা এবং হুমকির মূখে শয্যাশায়ী বৃদ্ধা নারী ও তার পরিবারের সদস্যরা চরম বিপাকে রয়েছে।
উপজেলার জালালপুর গ্রামের মৃত. আব্দুল মজিদ শেখ’র ছেলে হতদরিদ্র মো. হাফিজুল ইসলাম শেখ জানান, তার বৃদ্ধা এবং বিধবা মা রুপজান বিবি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে বর্তমানে শয্যশায়ী রয়েছে। উক্ত রুপজান বিবি ভূমিহীন হওয়ায় সরকার বাহাদুরের পক্ষে জেলা প্রশাসক, সাতক্ষীরা মহোদয়ের মাধ্যমে জালালপুর মৌজার, এসএ-১ নং খতিয়ানের ১৯১১ দাগে ৬৬ শতক জমি ৯৯ বছরের জন্য বন্দোবাস্ত পান। যার বন্দোবাস্ত মামলা নং : ৫৪৭৭/১৯৮৮-৮৯, দলিল নং : ৫২২৮, তাং : ৩০/০৫/১৯৯০ ইং। উক্ত জমি রুপজান বিবি সহ তার পরিবারের সদস্যরা দীর্ঘ ৩২ বছর ভোগদখল করছে এবং সেটেলমেন্ট জরিপে বিধি মোতাবেক রুপজান বিবির নামে রেকর্ড প্রনয়ন করতঃ সরকার বাহাদুরকে কর খাজনা প্রদান করে আসছে। এমতাবস্থায় জালালপুর গ্রামের মৃত. নজরুল গাজীর স্ত্রী ফতেমা বেগম, একই গ্রামের দাউদ মোড়লের ছেলে মো. রাব্বানী, কানাইদিয়া গ্রামের খোরশেদ আলম এবং জেঠুয়া গ্রামের মোজাম মোড়লের ছেলে বাচা মোড়ল, পরস্পর যোগসাজসে ভোগ দখলীয় উক্ত জমি জোর দখলে নেবার পায়তারা চালাচ্ছে। প্রতিপক্ষরা বিভিন্ন সময়ে জমি জোর দখল করার জন্য বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে জমি ছেড়ে চলে যাবার জন্য হুমকি প্রদান সহ মারপিট এবং হামলা ও মামলা দিয়ে একের পর এক হয়রানী করে আসছে। এবিষয়ে রুপজান বিবি সুস্থ্য থাকাকালে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। তদন্তকালে প্রতিপক্ষরা দানপত্র দলিল দেখিয়ে ওই জমি তাদের দাবী করে। কিন্তু রুপজান বিবি কোনও সময় উক্ত সরকারি খাস জমি কারও নিকট বিক্রয় বা দান করেনি বলে ভুক্তভোগী হাফিজুর রহমান জানান। প্রতিপক্ষরা জ¦াল দলিল সৃষ্টি করে স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পেশী শক্তির বলে রুপজান বিবির জমি জোর দখল নেবার চেষ্টা করছে এবং বন্দোবাস্ত গ্রহিতা বিধবা নারীকে ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত করছে। এঘটনার প্রতিকার পেতে নিরিহ ভূমিহীন হাফিজুর রহমান সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।

#