তালার জেয়ালায় জাতীয় পার্টির ইফতার মাহফিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত


600 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
তালার জেয়ালায় জাতীয় পার্টির ইফতার মাহফিল ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত
জুন ২৭, ২০১৫ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

 

 

তালা প্রতিনিধি : তালা সদর মডেল ইউনিয়নের ৩ নং (জেয়ালানলতা) ওয়ার্ড জাতীয় পার্টির উদ্যোগে ইফতার মাহফিল এবং কর্মী সম্মেলন শনিবার বিকালে স্থানীয় জেএনএ পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আবু হায়াত নিকারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও তালা সদর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সাতক্ষীরা জেলা ছাত্র সমাজের যুগ্ম আহবায়ক বি. এম. জুলফিকার রায়হান। সভায় কার্তিক ঘোষ, জাপা নেতা আবুল হোসেন, তালা সরকারি কলেজ ছাত্র সমাজের আহবায়ক সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে সর্ব সম্মতিক্রমে আবু হায়াত নিকারীকে সভাপতি, আজিবর সরদারকে সাধারন সম্পাদক এবং রাজ্জাক আলীকে সাংগঠনিক সম্পাদক করে ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়। এছাড়া মো. ইমরুল ইসলামকে সভাপতি, ইকবল মাহমুদকে সাধারন সম্পাদক এবং সাইফুল্লাহ নিকারীকে সাংগঠনিক সম্পাদক করে ওয়ার্ড যুব সংহতির কমিটি গঠন করা হয়। অপরদিকে মিজানুর রহমানকে সভাপতি, জাহিদুল ইসলামকে সাধারন সম্পাদক এবং রনি রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ওয়ার্ড ছাত্রসমাজের কমিটি গঠন করা হয়। সভা শেষে রোজাদারদের সম্মানে ওয়ার্ড জাতীয় পার্টির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করাহয়।