তালার ধানদিয়া আদর্শ দাখিল মাদ্রাসায় শিক্ষা উপকরণ বিতরণ


800 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
তালার ধানদিয়া আদর্শ দাখিল মাদ্রাসায় শিক্ষা উপকরণ বিতরণ
মার্চ ২৭, ২০১৮ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

মঈনুল আমিন মিঠু ::
কাটাখালী ধানদিয়া আদর্শ দাখিল মাদ্রাসায় ধানদিয়া সামাজিক উন্নয়ন সংস্থা কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরনী অনুষ্ঠান মঙ্গলবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সহিদুল ইসলাম। সামাজিক উন্নয়ন সংস্থার আহব্বায়ক মঈনুল আমিন মিঠুর ব্যবস্থাপনায় ও মাদ্রাসা শিক্ষক মওলানা জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই মাদ্রাসা সুপার মাওঃ মোসলেম আলী স্বাগত বক্তব্য রাখেন। এরপর ধানদিয়া সামাজিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদের মধ্যে খাতা ও কলম বিতরণ করা হয়। প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যবসায়ী, প্যানেল চেয়ারম্যান আরিফুল আমিন মিলন,মাতিন, শিক্ষক রফিকুল ইসলাম,হাফিজুর রহমান,আবু তালেব, সেলিম, রাকেশ প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ক উন্মুক্ত প্রশ্ন করা হয় এবং পুরুস্কার প্রদান করা হয়।

দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের মাঝে ৪৭ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরুস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য প্রতিষ্ঠার পর থেকে ধানদিয়া সামাজিক উন্নয়ন সংস্থা ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষা উপকরণ বিতরণ সহ শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ও সচেতনতা বৃদ্ধির জন্য নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।