তালার ধানদিয়া মাদ্রাসা পরিদর্শনে সহকারী সচিব শাহাজান সিরাজ


275 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
তালার ধানদিয়া মাদ্রাসা পরিদর্শনে সহকারী সচিব শাহাজান সিরাজ
অক্টোবর ১৪, ২০২২ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

হাবিবুল্লাহ বাহার ::

তালার ধানদিয়া কাটাখালী মাদ্রাসার নবনির্মিত ভবন পরিদর্শন করেন গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (সহঃ সচিব) সহকারি প্রকল্প পরিচালক মোঃ শাহাজান সিরাজ।
শুক্রবার(১৪ অক্টোবর) সকাল ১০ টায় ধানদিয়া কাটাখালী আদর্শে দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে উপস্থিত হয়ে নব নির্মিত ভবন পরিদর্শন করেন সহকারি প্রকল্প পরিচালক মোঃ শাহাজান সিরাজ।

পরিদর্শন শেষে তিনি বলেন, এ ভবনের কাজ গুলো ঠিকাদারি প্রতিষ্ঠান মোটামুটি ভালো করেছেন। আংশিক ত্রুটি থাকলেও দ্রুত সমাধানের প্রত্যাশা করেন তিনি। এছাড়াও তিনি বলেন, ভবনটির প্রতি প্রতিষ্ঠান কতৃপক্ষের যত্নশীল হতে হবে এবং যাদের প্রচেষ্টায় ভবনটি তৈরী হয়েছে তাদের সহ জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা প্রকৌশলী, জাহিদ হাসান, উপ-সহকারি প্রকৌশলী আতিক হাসান, উক্ত মাদ্রাসার সুপার, মোঃ মোসলেম আলী, সহ সুপার, আজিজুর রহমান, সহকারি শিক্ষক- মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক হাবিবুল্লাহ বাহার , মাসুম বিল্লাল, বিল্লাল হোসেন, এ কে এস মজনুর রহমান, শিক্ষিকা নিছিমা খাতুন, আবু মুছা প্রমুখ।

#