
মাহফুজুর রহমান মধু, পাটকেলঘাটা প্রতিনিধি :
আগামী ২২মার্চ ইউপি নির্বাচনে পাটকেলঘাটা ২নং নগরঘাটা ইউনিয়নে ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি মেম্বর প্রার্থী বিশিষ্ঠ সমাজ সেবক,দানবীর মনিরুজ্জামান মনি। নির্বাচন কমিশন দেওয়া ফুটবল প্রতীক পেয়েছেন ।শেষ মুহুতে নির্বাচনী হাওয়া জমে উঠেছে।তার ৫নং ওয়াডের্র গতকাল নগরঘাটার সরদার পাড়া,শেখ পাড়া,সালেহা পাড়া,উত্তরপাড়াসহ বিভিন্ন এলাকায় গনসযোগ অব্যাহত রেখেছেন। এই ওয়ার্ডের মানুষের কাছে খুব আপন জন । স্থানীয় ওয়ার্ড এই অভিজ্ঞ উদীয়মান নেতা মনিরুজ্জামান মনির। এলাকাবাসী যেন বেধেছে জোট, সকলে কথা এবার দেবো মনিরুজ্জামান মনির মেম্বর প্রার্থী ফুটবল মার্কায় ভোট । এমনই শ্লোগানে শ্লোগানে মুখরিত আর প্রচার প্রচারনায় শীর্ষে মনিরের নির্বাচনী এলাক্।া ভোটারদের কথা অভিজ্ঞ ব্যাক্তি উদীয়মান নেতা মনিরুজ্জামান মনির বিকল্প নেই ।
তিনি দিনভর ওয়ার্ড বাসীদের ফুটবল প্রতীকে ভোট চেয়ে সকলের দোয়া সমর্থন কামনা করেন। দিনভর ভোটারদের দারে দারে গিয়ে গনসংযোগ সর্বস্থারে মানুষের সাথে কুশল বিনিময় করছেন এবং ফুটবল মার্কায় ভোট দেওয়া জন্য বলছেন । বিভিন্নপাড়া ও মহল্লায় ভোটারদের কাছে গিয়ে তাদের সুখ-দুঃখে খোজ খবর নিচ্ছেন। প্রার্থী মনিরুজ্জামান মনি বলেন, আমি আমার ওয়ার্ডে বিগত দিনে জনপতিনিধি না হইয়েও আপনাদের সার্বিক ভাবে সহযোগিতা করে আসছি । এবং আগামী নির্বাচনে আমার প্রতীক ফুটবল মার্কায় ভোট দিয়ে আপনাদেরে পাশে থেকে ও ওয়ার্ড বাসীর সাথে নিয়ে একটি উন্নত সমুদ্ধশালী ওর্য়াড উপহার দেবো। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হয়ে এই ওয়ার্ডবাসীর সেবক হিসেবে কাজ করতে চায় । মেম্বরপ্রার্থী মনিরুজ্জামান মনির এলাকার মানুষের পূর্ন সমর্থন নিয়ে নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। গনসংযোগ কালে স্থানীয় লোকজন ,ওয়ার্ডবাসী,মুর¦বী,সমর্থক তার সাথে গনংযোগকালে উপস্থিত ছিলেন। প্রার্থী মনিরুজ্জান বিরামহীন ভাবে গনসংযোগ করে যাচ্ছেন। মনিরুজ্জামান মনি তার নির্বাচনী ওয়ার্ডের প্রচার-প্রচারনায় শীর্ষে রয়েছেন। তিনি নির্বাচিত হলে সুখী -সমুদ্ধশালী একটি উন্নত ওয়ার্ড হিসেবে উপহার দিবেন। এবং ওর্য়াডবাসীর নায্য অধিকার প্রতিষ্টা করবো ।এলাকাবাসীদের একটায় কথা আমারা সৎ .যোগ্য,মিষ্ঠিভাসী মনিরুজ্জামান ভাইয়ের বিকল্প প্রার্থী নেই। অপরদিকে এই ওয়ার্ডের অন্য প্রার্থীর খুব একটা নাম জোরে শোনা যাচ্ছে না। তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।