
হাবিবুল্লাহ বাহার,জয়নগর :
তালার পল্লীতে বিদ্যুতে পৃষ্ট হয়ে এক
ব্যাক্তির মর্মান্তরিক মৃত্যু হয়েছে ।
জানা গেছে তালা উপজেলার ১নং
ধানদিয়া ইউনিয়নের কাটাখালী ধানদিয়া গ্রামের মৃত্যু সুলতান সরদারের
পুত্র মশিয়ার রহমান (৪৮) রবিবার সকাল ১০.৩০ টার সময় বাড়ীর
পার্শ্ববতী নারিকেল গাছের পাতা কাটতে উঠে।এ সময় নারিকেল গাছের পাতা
বিদ্যুতের তারের উপরে পড়লে সমস্ত গাছ বিদ্যুত সে মারা যায়। তার ম্
ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।