
বি. এম. জুলফিকার রায়হান ::
তালা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার আলোচিত প্রতারক মোকলেছ সরদার (৪০) কে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে মোকলেছকে সাতক্ষীরা জেল হাজতে প্রেরন করা হয়েছে। সে উপজেলার বারুহাটি গ্রামের মৃত সামছুর রহমান সরদারের পুত্র। এ সময় তারপুত্র আবু সাঈদ (১৯)-কেও আটক করে পুলিশ। বুধবার রাতে তালা থানার এসআই (নিঃ) মদন মোহন অধিকারীসহ ফোর্সরা বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলায় তাদেরকে আটক করে।
তালা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি নিয়মিত মামলার আসামী হিসেবে তাদেরকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, আটক মোকলেছের বিরুদ্ধে নানা বিধ প্রতারণার অভিযোগও রয়েছে। উল্লেখ্য, স্বাক্ষরজ্ঞানহীন মোকলেছ সরদার নিজেকে সাংবাদিক দাবী করে একটি ব্যাগে ও মটরসাইকেলে সাংবাদিক স্টিকার লাগিয়ে বিভিন্ন এলাকার নিরিহ ব্যক্তিদের সাথে প্রতারনা করে আসছিল। ঢাকা থেকে প্রকাশিত নাম সর্বস্ব একটি পত্রিকার কপি কাছে রেখে সেটিই মানুষকে দেখিয়ে নিজেকে ওই পত্রিকার সাংবাদিক হিসেবে জাহির করে মানুষের সাথে প্রতারনা চালিয়ে যাচ্ছিল। আর প্রতারনা করেই রাতারাতি সে মটরসাইকেল ও অগাধ টাকার মালিক বনে যায়। সেটেলমেন্ট থেকে জমি রেকর্ড করিয়ে দেয়া, জমি দখল করিয়ে দেয়া, পত্রিকায় সংবাদ লিখে দিয়ে সব সমস্যার সমাধান করে দেয়া, থানায় মামালা রেকর্ড করানো, মালার চার্জশীট বা ফাইনাল রিপোর্ট নিয়ে দেয়া ও পুলিশ দিয়ে সব কাজ করে দেয়া সহ নানান প্রতিশ্রুতি দিয়ে আবার কখনও কখনও হুমকি দিয়ে সে মানুষকে অতিষ্ট করে তুলছিল। মোকলেছ আটক হওয়ায় তালার মানুষের মাঝে স্বস্থি নেমেছে।
##