
তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তীতে প্রতিপক্ষরা পরাজিত প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে। হামলায় ৫টি বসতঘর ও ঘরের আসবাবপত্র ভাংচুর সহ লুটপাট করা হয়েছে। দূর্বৃত্তদের হামলায় এক অন্ত:স্বত্তা মহিলাসহ ৫ জন আহত হয়েছে। এসময় একটি ছাগলকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে হামলাকারীরা।
বৃহস্পতিবার সকালে মাগুরা গ্রামে ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিরন্ময় মন্ডলের সমর্থিত ভোটারদের বাড়িতে এই হামলা চালানো হয়।
নির্বাচন পরবর্তী মাগুরা ইউনিয়নে আওয়ামীলীগ ও ওয়ার্কার্স পার্টির মধ্যকার অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির সুযোগে মাগুরা গ্রামের বিশ্বনাথ বিশ্বাস, দেবাশীষ সরকার, পল্লব দাদার নেতৃত্বে ৪০/৫০ জনের একদল দূর্বৃত্ত সহিংসতা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা অলোক বসুর বাড়ি ও বাড়ির আসবাবপত্র ভাংচুর সহ অলোক বসুর পুত্র অসিত বসুকে পিটিয়ে আহত করে। এছাড়া অসিত বসুর অন্ত:স্বত্তা স্ত্রী শীলা বসুকেও পিটিয়ে আহত করে তারা। হামলা শেষে চলে যাবার সময় বড় একটি খাসি ছাগল নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে। এছাড়া পাশ্ববর্তী নির্মল মন্ডলের বাড়ি ভাংচুর, কিরন মন্ডলের বাড়ি ভাংচুর ও তার স্ত্রী অর্চনা রানীকে পিটিয়ে আহত করে। অভয় মন্ডলের বাড়ি ভাংচুর ও তাঁর স্ত্রী কৌশল্য রানীকে পিটিয়ে আহত এবং বিশ্বনাথ রায়ের বাড়ি ভাংচুর ও তাঁর স্ত্রী অনিমা রায়কে পিটিয়ে গুরুতর আহত করে। সহিংসতার খবর পেয়ে তালা থানা পুরিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম সহ সদ্য বিজয়ী মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গনেশ দেবনাথ, উপজেলা আওয়ামীলীগ নেতা পিএম গোলাম মোস্তফা, ডা. হাদিউজ্জামান ও স্থানীয় আওয়ামীলীগ নেতারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।