
বি. এম. জুলফিকার রায়হান, তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুবুর রহমান সাতক্ষীরা জেলার ৭ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন। জেলায় শ্রেষ্ঠ কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নাম যাচাই-বাছাই কমিটি এই তথ্য প্রকাশ করেছে। প্রকাশিত তথ্যানুযায়ী তালা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুবুর রহমান সাতক্ষীরা জেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হন। তালার সর্বজন প্রিয়, সদালাপি, কর্মপ্রিয়, সৎ ও দক্ষ প্রশাসনিক কর্মকর্তাÑ তালা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুবুর রহমান’র এই বিরল অর্জনে তালাবাসী আনন্দিত, অভিভূত।
তালা উপজেলা নির্বাহী অফিসার’র সফলতায় তালার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে অভিনন্দনসহ শুভেচ্ছা জানিয়েছেন। বিবৃতির মাধ্যমে অভিনন্দন প্রদানকারীরা হচ্ছেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার ওসি মো. রেজাউল ইসলাম রেজা, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুুরুল ইসলাম, বেসরকারি সংস্থা উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, সাস পরিচালক শেখ ইমান আলী, ভূমিজ ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইখতিয়ার হোসেন, তালা সদর ইউপি চেয়ারম্যান সাংবাদিক নজরুল ইসলাম, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, খেশরা ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস.এম. লিয়াকত হোসেন, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান রঞ্জন রায়, নগরঘাটা ইউপি চেয়ারম্যান মহব্বত আলী, আ.লীগ নেতা সুভাস সেন, তালা মুৃক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মো. মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম জাহিরুল হাসান, উপজেলা কৃষি অফিসার মো. সামছুল আলম, মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ওবায়েদুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণব মল্লিক, সরকারি তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মীর মহাসিন হোসেন, তালা বাজার বণিক সমিতির সভাপতি সাংবাদিক মীর জাকির হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ জুনায়েত আকবর, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক কাজী এনামুল হক বিপ্লব, সিনিয়র সাংবাদিক আব্দুল আলীম ও বি.এম. জুলফিকার রায়হানসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সুশীল সমাজ নেতৃবৃন্দ।
এদিকে, সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা, কর্মচারী যাছাই-বাছাই কমিটিÑ তালা উপজেলা নির্বাহী অফিসারসহ তালার নিমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ঝরে পড়া রোধে জেলার মধ্যে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারকে জেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক এবং তালা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এস.এম আখতারুজ্জামান জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মচারী নির্বাচিত করেছেন। বিবৃতিদাতারা একই সাথে ওই দু’ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদকেও শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন।