
আসাদুজ্জামান :
সাতক্ষীরার তালায় আম কুড়াতে গিয়ে পানিতে ডুবে হাবিবুল্লাহ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে তালা উপজেলার মুড়াকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু হাবিবুল্লাহ একই গ্রামের হেকমত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শিশু হাবিবুল্লাহ সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি আম বাগানে আম কুড়াতে গিয়ে অসাবধানবশতঃ পুকুরের পানিতে পড়ে যায়। পরে তার স্বজনরা তাকে অনেক খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে তার মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা জানান, ঘটনাটি লোকমুখে শুনেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে। ##