
বিশেষ প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলার রাড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কপোতাক্ষের উপচে পড়া পানিতে তলিয়ে যাওয়ায় অস্থায়ী শিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। মুসলিম এইড-ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস ডিআরআর প্রকল্পের সহায়তায় বুধবার কেন্দ্রটি উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। ৫০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থ বিশিষ্ট শিক্ষণ কেন্দ্রে ২টি শ্রেণি কক্ষ ও শিক্ষকদের বসার জন্য একটি কক্ষ রয়েছে। পাশে তৈরি করা হয়েছে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন, শিশুদের প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। শিক্ষার্থীদের জন্য থাকছে বিশুদ্ধ পানির সরবরাহ।
স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ বলেন, আমাদের সকলের উচিৎ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিকল্প পদ্ধতিতে পাঠদান করা। তাদের অনাগত ভবিষ্যতের কথা ভেবে পাঠদান অব্যাহত রাখতে হবে। তিনি এ বিষয়ে সকলকে এগিয়ে আসার আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান সনৎ কুমার ঘোষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম প্রমুখ, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্মল কুমার পাল, স্কুলের প্রধান শিক্ষিকা শিখা রানী চৌধুরী প্রমুখ।