তালায় অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি শহিদুল , সম্পাদক মাসুদ


380 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
তালায় অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি শহিদুল , সম্পাদক মাসুদ
এপ্রিল ৩, ২০১৬ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

তালা প্রতিনিধি :
বেতাগ্রাম আঠারো মাইল অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন (রেজি. নং : খুলনা- ১৫৩৩) এর অধিন, তালা-পাটকেলঘাটা আঞ্চলিক “আঠারোমাইল অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন” এর কমিটি গঠন করা হয়েছে। বেতাগ্রাম আঠারো মাইল অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্র সূত্রে এ তথ্য জানাগেছে। সূত্র জানায়, আগামী ২ বছরের জন্য গঠিত ৭সদস্য বিশিষ্ঠ কমিটির সভাপতি হিসেবে পাটকেলঘাটার শ্রমিক নেতা মো. শহিদুল বিশ্বাসকে মনোনিত করা হয়েছে। সহ-সভাপতি হিসেবে মনোনিত করা হয়েছে শ্রমিক নেতা মো. ইয়াছিন গাজীকে। সাধারন সম্পাদক হিসেবে মনোনিত করা হয়েছে, তালার শ্রমিক নেতা মো. মাসুদ পারভেজকে। এছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে শ্রমিক নেতা মো. শহিদুল মোড়ল, সাংগঠনিক সম্পাদক হিসেবে শ্রী কিংকর দাস, সড়ক সম্পাদক হিসেবে মো. রফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ হিসেবে মো. মোতাহার হোসেন পাপ্পুকে মনোনিত করা হয়েছে। গত ২৪ মার্চ থেকে অত্র কমিটি অনুমোদিত হয়েছে বলে পরিপত্র সূত্রে জানাগেছে।

###

তালার বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধিনতা দিবস পালন
তালা প্রতিনিধি
মহান স্বাধিনতা ও জাতীয় দিবস-১৬ উপলক্ষ্যে রোববার দিনব্যপী তালার বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে নানান কর্মসূচী পালিত হয়েছে। বিদ্যালয় চত্বরে দিবসটি উপলক্ষ্যে নানাবিধ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এউপলক্ষ্যে এক আলোচনা সভা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. কেসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামকাটী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, কুমিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা ও বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সাংবাদিক এম. একরামুল হক আসাদ। মুকুন্দ চন্দ্র পাল এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম কুমার দাশ, মুক্তিযোদ্ধা এরফান আলী, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ম্যানেজিং কমিরি নেতা অমলেন্দু দাশ ও হাজরাপদ দাশ সহ শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।