
তালা প্রতিনিধি :
তালা উপজেলা অন্তজ পরিষদের সমন্বয় সভা মঙ্গলবার সকালে তালাস্থ ভূমিজ ফাউন্ডেশন চত্বরে অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা মানুষের জন্য এর সহযোগীতায়, বেসরকারি সংস্থা ভূমিজ ফাউন্ডেশন সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন, তালা উপজেলা অন্তজ পরিষদের সভাপতি নীল কোমল দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, ভূমিজ ফাউন্ডেশন এর নির্বাহী প্রধান অচিন্ত সাহা। তালা উপজেলা অন্তজ পরিষদের সাধারন সম্পাদক ইমদাদুল হক ও অন্ত্যজ নেত্রী সোমা দাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের প্রভাষক লক্ষ্মন চন্দ্র রায়, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, জাসদ নেতা দেবাশীষ দাস, সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান, কবি তপন পাল, ভূমিজ ফাউন্ডেশন এর কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহেল হাদী, উজ্জ্বল চক্রবর্ত্তী, দে অঞ্জন কুমার, অর্জুন বিশ্বাস, মশিউর রহমান, বাসুদেব দাস, অন্ত্যজ পরিষদের নেতা প্রদীপ চট্টাপধ্যায়, সোনালী চৌধুরী, কায়কোবাদ সরদার, চম্পা দাস, আমজাদ হোসেন, দেবলা দাস, প্রবীর দাস ও রাজ কুমার প্রমুখ।
বিগত বছরের অভিজ্ঞতা (চ্যালেঞ্জ ও অর্জন) এবং আগামী ১ বছরের জন্য কর্মপরিকল্পনা প্রনয়ন (সম্মিলিত ভাবে ইউনিয়ন, উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়) করার লক্ষ্যে অন্ত্যজ পরিষদ এর সমন্বয় (শেয়ারিং) সভার আয়োজন করে। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক কমিউনিটি প্রতিনিধি অংশগ্রহন করেন। উক্ত সভায় সমাজের বর্ণ বৈষম্য নিরসন এবং সকলের জন্য সাংবিধানিক অধিকার বাস্তবায়নের উপর আলোকপাত হয়।