
ব্যবসায়ী-প্রশাসন সম্পর্ক অবনতির আশংকা প্রকাশ
বি. এম. জুলফিকার রায়হান ::
তালা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসান’র সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. রাজিব সরদার, সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক ইসলাম, তালা থানার ওসি মো. মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মুরশিদা পারভীন পাপড়ি, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লিপু, রফিকুল ইসলাম, সরদার জাকির হোসেন, অধ্যাপক সুভাষ সেন, গনেশ দেবনাথ, মোজাফ্ফর রহমান, রাজিব হোসেন রাজু, এম. মফিদুল হক লিটু, আজিজুর রহমান রাজু, অধ্যক্ষ এনামুল ইসলাম, উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, তালা প্রেস ক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির তালা উপজেলা সাধারন সম্পাদক হিরন্ময় মন্ডল ও রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায়, তালা বাজারে পুরতান সিনেমা হল সংলগ্ন পেরিফেরিভূক্ত জমি ব্যবসায়ীদের মাঝে বিধি মোতাবেক বন্দোবাস্ত প্রদান, চলতি বাংলা সনের খাজনা আদায় এবং তড়িঘড়ি করে প্রশাসন কর্তৃক ইজারাদারদের উচ্ছেদ করে কথিত পার্ক নির্মান প্রক্রিয়ায় ব্যবসায়ীদের মাঝে চলমান ক্ষোভ বিষয়ে বিশেষ আলোচনা হয়। জেলা বা উপজেলা প্রশাসন ইজারা বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে ক্ষুব্ধ ব্যবসায়ীদের সাথে প্রশাসনের দুরুত্ব তৈরি হবে এবং আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে বলে সভায় আশংকা ব্যক্ত করা হয়। একইসাথে কপোতাক্ষ নদের তালা বাজারের পশ্চিমপার্শ্বে পূর্ব প্রস্তাবিত বনবিভাগের স্থানে ইকো-পার্ক স্থাপনের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার তাগিদ দেয়া হয়। সভায় অন্যান্য বিষয়ের মধ্যে, মাদক, চুরি, সন্ত্রাস নির্মূলে পুলিশ প্রশাসনের চলমান সন্তোষজনক পরিস্থিতি সমুন্নত রাখার উপর আলোচা হয়।