তালায় আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার’র উপর মাঠ দিবস


843 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
তালায় আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার’র উপর মাঠ দিবস
মার্চ ১৩, ২০১৮ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

বি. এম. জুলফিকার রায়হান ::
তালা উপজেলার পুটিয়াখালী গ্রামে কৃষক মো. আতিয়ার রহমানের গমের জমিতে আধুনিক কৃষি যন্ত্রপাতির অংশ বিশেষ ধান/গম কাটা রিপার মেশিন দিয়ে গম কাটার উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
ইউএসএইড এর অর্থায়নে, সিমিট বাংলাদেশ এর তত্ত্বাবধানে এবং জাগরণী চক্র ফাউন্ডেশন এর বাস্তবায়নে মঙ্গলবার উক্ত মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মো. মিজানুর রহমান’র সভাপতিত্বে ও জাগরনী চক্র ফাউন্ডেশন’র টেকনিক্যাল ফেসিলেটেটর মো. ফয়সাল হোসেন’র পরিচালনায় মাঠ দিবস সভায়- উপসহকারী কৃষি অফিসার পিযুষ কান্তি পাল, দিলিপ কুমার রায় ও জাগরনী চক্র ফাউন্ডেশন’র পাটকেলঘাটা শাখা ব্যবস্থাপক মো. তাইজেল হোসেন সহ সংশ্লিষ্ট এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
এসময় আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার কৃষক পর্যায়ে পৌছে দিয়ে এর উপকারিতা ও ব্যবহার সম্পর্কে কৃষকদের অবহিত সহ উদ্বুদ্ধ করা হয়।

###