তালায় আ’লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী প্রনব ঘোষ বাবলুর ওপর হামলা : আহত ৫


534 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
তালায় আ’লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী  প্রনব ঘোষ বাবলুর ওপর হামলা : আহত ৫
মার্চ ১০, ২০১৬ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

ইব্রাহিম খলিল :
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুর ওপর হামলা করেছে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। এ ঘটনায় চেয়ারম্যান নিজেসহ পাচ জন মারাত্মক আহত হয়েছেন। চেয়ারম্যানকে প্রথমে তালা হাসপাতলে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত দেড়টার দিকে উপজেলার হরিৎচন্দ্র পুজা মন্দির সংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় এ হামলার ঘটনা ঘটে।

12821468_1689049351367648_1554205887398628974_n

এলাকবাসি জানায়, বর্তমান চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়।

আর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সরদার রাজু আহমেদকে দল মনোনয়ন না দিলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।

বাবলুর সমর্থকদের অভিযোগ, রাজুর লোকজনই জনসংযোগের সময় এ হামলা চালিয়েছে। এ সময় রড দিয়ে তার মাথায় ও শরীরে বেধরক মারধর করে তারা। এ ঘটনায় চেয়ারম্যান নিজেসহ পাচজন মারাত্মক আহত হয়েছে।

12805890_1689049501367633_8421976128871789099_n

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) কামরুল ইসলাম জানান, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এ ঘটনায় চেয়ারম্যান বাবলুসহ পাচজন মারাত্মক আহত হয়েছে। তিনি আরও বলেন দুই পক্ষ আওয়ামলীগ হওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়োন করা হয়েছে। বর্তমনে পরিস্থিতি শান্ত রয়েছে।
###