
তালা প্রতিনিধি :
আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযথ ভাবে পালনের জন্য তালায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে তালা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় তালা ডাকবাংলা সভা কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। তালা উপজেলা আ.লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম’র সভাপতিত্বে সভা পরিচালনা করেন, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। সভায় বক্তব্য রাখেন, আলীগ নেতা প্রণব ঘোষ বাবলু, সুভাষ সেন, আব্দুল আজিজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হোসেন, আব্দুল হাই, অমল কান্তি, সৈয়দ ইদ্রিস, কাজী চান্টু, রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সাংবাদিক মীর জাকির হোসেন, যুবলীগের আহবায়ক সরদার জাকির হোসেন, ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান, মহিলালীগ নেত্রী জেবুন্নেছা খানম ও হোসনেয়ারা বিশ্বাস প্রমুখ। সভায় জাতীয় শোক দিবস পালনে ১ মাসের নানাবিধ কর্মসূচী গ্রহন করা হয়।