তালায় ইভটিজিং ও বাল্য বিবাহকে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন


227 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
তালায় ইভটিজিং ও বাল্য বিবাহকে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন
অক্টোবর ১৬, ২০২২ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

সাতক্ষীরার তালায় ইভটিজিং ও বাল্য বিবাহকে লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা। রোববার ১৬ অক্টোবর বৃহস্পতিবার তালা উপজেলার শহীদ কামেল মডেল হাইস্কুলে শিক্ষার্থীরা এই লাল কার্ড প্রদর্শন করে।

বেসরকারি উন্নয়ন সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল আয়োজিত ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালায় শিক্ষার্থীরা এই লাল কার্ড প্রদর্শন ও শপথ পাঠ করে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইভটিজিং ও বাল্য বিবাহকে না বলে শপথ নেয়। পড়ালেখা করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে এবং ইভটিজিং একটি সামাজিক ব্যাধি একে না করার শপথ পাঠ করে। শপথ শেষে অতিথি সহ সকলে বাল্য বিবাহ ও ইভটিজিংকে লাল কার্ড প্রদর্শন করেন।

শপথ পাঠ করান খলিল নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু।
শপথ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শহীদ কামেল মডেল হাইস্কুলের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খলিল নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় মহিলা সংস্থা তালা উপজেলা শাখার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা,প্রধান শিক্ষক শক্তি কর,কম্প্যাশন ইন্টারন্যাশনাল গোনালী শাখার ম্যানেজার নীল আম্রস্ট্রং গোমস,সহকারী প্রধান শিক্ষক আদিত্য ঘোষ। কর্মশালায় স্কুলের দুইশ’র অধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সাংবাদিক সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু।

প্রেস বিজ্ঞপ্তি

#