
বি.এম. জুলফিকার রায়হান ::
সাতক্ষীরার তালায় জিয়াউর রহমান (৩৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে দুই বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন এ আদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামী তালা উপজেলার কানাই দিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
উপজেলা নির্বাহী অফিস সুত্র জানা যায়,সোমবার ওই সময় ভ্রাম্যমান আদালতের একটি টিম তালা বাজারে অভিযান চালিয়ে ১০পিচ ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করে। পরে ওই স্থানে ভ্রাম্যামান আদালত বসিয়ে বিচারক ফরিদ হোসেন তাকে দুই বছরে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন তালা থানা পুলিশের এসআই মাহফুজ, কনস্টেবল সাইফুল ইসলামসহ উপজেলা নির্বাহী অফিসের বেঞ্চ সহকারী।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
##