
বি. এম. জুলফিকার রায়হান ::
পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তালার মাছিয়াড়া গ্রামে রেহেনা বেগম (৩৫) নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা। এঘটনায় গুরুতর আহত গৃহবধুকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যপারে বুধবার তালা থানায় অভিযোগ দায়ের হয়েছে।
গৃহবধুর স্বামী মান্দার সরদার জানান, প্রতিবেশি সিরাজ’র সাথে তাদের পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে গত রোববার দুপুরে সিরাজ সহ তার স্ত্রী লিলিমা বেগম এবং জতন গাজীর স্ত্রী হাফিজা বেগম আকষ্মিক ভাবে মান্দার সরদারের বাড়িতে এসে হামলা ও লুটপাট চালায়। এসময় বাঁধা দিলে দূর্বত্ত সিরাজ সহ হামলাকারীরা মান্দার সরদারের স্ত্রী রেহেনা বেগমকে কুপিয়ে হত্যার চেষ্টা করে।
এতে রেহেনা বেগম গুরুতর আহত হলে ওইদিন তাকে তালা হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় বুধবার (৫ আগষ্ট) ভুক্তভোগী মান্দার সরদার বাদী হয়ে তালা থানায় হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে তালা থানার ওসি মো. মেহেদী রাসেল বলেন, ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।