তালায় এজাহার আলী ফকিরের ৯২তম সাধু সম্মেলন উদ্বোধন


209 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
তালায় এজাহার আলী ফকিরের ৯২তম সাধু সম্মেলন উদ্বোধন
মার্চ ২৬, ২০২৩ তালা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

বি. এম জুলফিকার রায়হান ::

তালার শিবপুর গ্রামে আধ্যত্মিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের ৪দিন ব্যাপি ৯২তম সাধু সম্মেলনের উদ্বোধন হয়েছে। শনিবার (২৫ মার্চ) বিকালে প্রয়াত সাধক এজাহার আলী ফকিরের বাসভবন চত্বরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন।
মানব উন্নয়ন ফাউন্ডেশন ও প্রয়াত সাধক পরিবারের আয়োজনে, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাধক পুত্র সাংবাদিক এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি এ্যাড. জিল্লুর রহমান, কুমিরা ইউনিয়ন
জাতীয় পার্টির সভাপতি মো. জামাল উদ্দীন মোড়ল, জাতীয় যুব সংহতির (ভারপ্রাপ্ত) সভাপতি এসএম তকিম উদ্দীন ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান, খলিষখালী সভাপতি নুরুল ইসলাম মোল্লা প্রমুখ।
সাধক পৌত্র, যমুনা টিভির জেলা প্রতিনিধি এসএম আকরামুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিভিন্ন এলাকা থেকে আহত সাধক, জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন। আগামী ২৯ মার্চ (বুধবার) সকালে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ৯২তম সাধু সম্মেলন সমাপ্ত হবে বলে প্রয়াত সাধকের পরিবার সূত্রে জানাগেছে।