
বি. এম. জুলফিকার রায়হান ::
আগামী ২ জুলাই খুলনা খুলনা জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে খুলনা অঞ্চলের বন্যপ্রাণী সংরক্ষনে নিবেদতি স্বেচ্ছাসেবক এবং সুন্দরবন সংরক্ষনে কাজ করা বিভিন্ন দলের প্রতিনিধিদের নিয়ে বন অধিদপ্তরের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার-এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বন অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত থাকবেন। উক্ত সভায় অংশগ্রহন সহ সভাকে সফল করার লক্ষ্যে তালার স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ডলাইফ মিশন’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুন) বিকালে তালা রিপোর্টার্স ক্লাব কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক বি. এম. জুলফিকার রায়হান। সাধারন সম্পাদক শিক্ষক রাশেদ বিশ্বাস’র পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি জুলফিকার আলী ভুট্ট, সিনিয়র সদস্য গোবিন্দ ভদ্র, সেলিম শেখ, রেদওয়ান, ইউনুচ, রাকিব, সামাদুল, মহাসিন, আয়ুব আলী ও হাসান প্রমুখ। সভায় খুলনার ২ তারিখের সমাবেশ সফল করতে একাধিক সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং সংশ্লিষ্ট সিদ্ধান্ত বাস্তবায়নে উপকমিটি গঠন করা হয়। এছাড়া, সংগঠনের কার্যক্রম বৃদ্ধি সহ বন্য প্রাণী ও জীব-বৈচিত্র্য রক্ষায় নিরলস ভাবে কাজ করার সিদ্ধান্ত হয়।